প্রবাসীসর্বশেষ

বাংলাদেশি শাহিন জিতলেন ৩ কোটি টাকা লটারিতে সৌদি আরবে

sahine
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসী তরুণ মোহাম্মদ শাহিন সংযুক্ত আরব আমিরাতে মাহজুজ লটারিতে বিজীয় নির্বাচিত হয়েছেন। লটারিতে ১০ লাখ আমিরাতি দিরহাম পেয়েছেন এই তরুণ। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন কোটি টাকা।

গালফ নিউজের প্রতিবেদন থেকে জানা গেছে, লটারি জয়ী ৩১ বছর বয়সী শাহিন দাম্মামের একটি বেসরকারি ঠিকাদারী প্রতিষ্ঠানে কাজ করেন। লটারিতে জয়ী হওয়ার মুহূর্ত চমক হিসেবে এসেছিল শাহিনের কাছে।

শাহিন মাহজুজ থেকে ই-মেইল পেয়েছিলেন। যেখানে তাকে সাপ্তাহিক লটারির পুরস্কারের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়। তার র‌্যাফেল আইডি নম্বর ৩৮২২৫৮১৯। বিজ্ঞপ্তি দেখামাত্রই বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মাহজুজ অ্যাকাউন্টে লগইন করেন তিনি। পরে সেখানে ১০ লাখ আমিরাতি দিরহাম পুরস্কার দেখতে পান। যা তার কাছে অবিশ্বাস্য মনে হয়েছিল।

বাংলাদেশি এ প্রবাসী যুবক বলেন, আমি হতবাক এবং বাকরুদ্ধ হয়েছিলাম যখন দেখি যে লটারিতে আমি পুরস্কার পেয়েছি। মাহজুজ অ্যাকাউন্টে টাকা দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। লগইনের পর আমি আমার অ্যাকাউন্টে প্রথম এত শূন্য দেখতে পাই। এতবড় অঙ্কের পাওয়া আমাকে অবিশ্বাস্যভাবে কৃতজ্ঞ করে তোলে।

এদিকে শাহিন দূর প্রবাসে থাকলে তার এই আনন্দঘন মুহূর্তটি মাতৃভূমি বাংলাদেশে থাকা পরিবারের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

Related posts

ওমরাহ করতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু

Suborna Islam

গেম অ্যাওয়ার্ডস ২০২৩ :Baldur’s Gate 3 বছরের সেরা গেম জিতেছে

Megh Bristy

পদ্মা ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে অনলাইনে

Suborna Islam

Leave a Comment