চাকরির খবর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৩য়-১৯তম গ্রেডে জনবল নিয়োগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে জনবল নিয়োগে আবেদনের সময় শেষ হচ্ছে আগামী সোমবার। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ১৭ ক্যাটাগরির পদে ৩য় থেকে ১৯তম গ্রেডে ৩১ জনকে স্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

১. পদের নাম: পরিচালক (অর্থ ও হিসাব)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর/স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিভাগের উপপরিচালক/সমমান পদে ন্যূনতম ৫ বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বাজেট ফিন্যান্সিয়াল অ্যাকাউন্টস ও ব্যালেন্স শিট তৈরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে উল্লিখিত যোগ্যতাসম্পন্ন কর্মরত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তারা চুক্তিভিত্তিক চাকরি করতে আগ্রহী হলে দরখাস্ত করতে পারবেন।
বয়স: সর্বোচ্চ ৫৫ বছর
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

২. পদের নাম: লাইব্রেরিয়ান
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে লাইব্রেরি সায়েন্সে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর/স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিভাগের ডেপুটি লাইব্রেরিয়ান পদে ন্যূনতম ৫ বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। লাইব্রেরি–বিষয়ক কোনো ডিগ্রি/ডিপ্লোমা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। মাইক্রোসফট অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে উল্লিখিত যোগ্যতাসম্পন্ন কর্মরত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তারা চুক্তিভিত্তিক চাকরি করতে আগ্রহী হলে দরখাস্ত করতে পারবেন।
বয়স: সর্বোচ্চ ৫৫ বছর
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)

৩. পদের নাম: পরীক্ষা নিয়ন্ত্রক
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর/স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে ১৫ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ সংশ্লিষ্ট বিভাগের উপপরীক্ষা নিয়ন্ত্রক পদে ন্যূনতম ৫ বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পদ্ধতি ও ব্যবস্থাপনা সম্পর্কে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তারা চুক্তিভিত্তিক চাকরি করতে আগ্রহী হলে দরখাস্ত করতে পারবেন।
বয়স: সর্বোচ্চ ৫৫ বছর
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)
৪. পদের নাম: সহকারী রেজিস্ট্রার
পদসংখ্যা: ৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর/স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের সেকশন অফিসার (গ্রেড-৯) হিসেবে পাঁচ বছরের চাকরির বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন স্কেল: ২৯,৯০০-৬৩,৪১০ টাকা (গ্রেড-৭)

৫. পদের নাম: সহকারী পরিচালক (শারীরিক শিক্ষা)
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর/স্নাতক, স্নাতকোত্তরসহ শরীর চর্চা (বিপিএড) ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। কোনো সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর (গ্রেড-৯) হিসেবে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। খ্যাতনামা পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে উল্লিখিত যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
বয়স: সর্বোচ্চ ৪০ বছর
বেতন স্কেল: ২৯,৯০০-৬৩,৪১০ টাকা (গ্রেড-৭)

৬. পদের নাম: ইনফরমেশন অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর/স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। মাইক্রোসফট অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ২০,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৭. পদের নাম: ডেভেলপমেন্ট অফিসার/প্রকিউরমেন্ট অফিসার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকসহ (সম্মান) স্নাতকোত্তর/স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। মাইক্রোসফট অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কোনো সরকারি/আধা সরকারি/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সরকারি প্রকল্প বাস্তবায়ন ও প্রকিউরমেন্ট, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সম্পর্কে বিশেষ অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ২০,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৮. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪ যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কম্পিউটার কোর্সে অন্তত এক বছরের ডিপ্লোমাধারী হতে হবে। বাংলা ও ইংরেজিতে কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে যথাক্রমে কমপক্ষে ৩০ ও ৪০ শব্দের গতি থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

৯. পদের নাম: কেয়ারটেকার
পদসংখ্যা: ২
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

১০. পদের নাম: হিসাবরক্ষক
পদসংখ্যা: ৩
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

১১. পদের নাম: ফটোগ্রাফার
পদসংখ্যা: ১
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। ফটোগ্রাফিতে কমপক্ষে এক বছর মেয়াদি কোর্সসহ গ্রাফিকস ডিজাইন ও ভিডিও এডিটিং সম্পর্কে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

১২. পদের নাম: সহকারী মেকানিক
পদসংখ্যা: ১
যোগ্যতা: সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে অটোমোবাইলে ট্রেডকোর্সসহ শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ/সিজিপিএ থাকতে হবে। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

১৩. পদের নাম: অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি/সমমান পাস। শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি অথবা সমমানের জিপিএ থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে কম্পিউটার টাইপিংয়ে যথাক্রমে প্রতি মিনিটে কমপক্ষে ৩০ ও ৪০ শব্দের গতি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া যেতে পারে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

Related posts

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে-এ নিয়োগ বিজ্ঞপ্তি

Asma Akter

ওয়ালটন ‘কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ’ পদে ১০ জনকে নিয়োগ

Asma Akter

স্থাপত্য অধিদপ্তর ৫ পদে নেবে ৩০ জন

Rishita Rupa

Leave a Comment