তথ্যপ্রযুক্তিসর্বশেষ

স্টোরি ও রিলসে ব্যবহার করা হবে ইনস্টাগ্রামের ছবি থেকে স্টিকার

Pickynews24

নতুন এই টুল ছবির বিষয়বস্তু শনাক্ত করে ব্যাকগ্রাউন্ড থেকে আলাদা করে দেবে। এর ফলে ইনস্টাগ্রামে ব্যবহারের জন্য সহজে স্টিকার তৈরি হবে। ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরির চ্যানেলে স্টিকার তৈরির টুলটির ব্যবহার দেখিয়ে দেওয়া হয়।

নিজের বা অন্যের  ছবি ব্যবহার করে ইনস্টাগ্রামে স্টিকার তৈরি করা যাবে। স্টিকারগুলো স্টোরি ও রিলসে ব্যবহার করা যাবে। শিগগিরই এই ফিচার ইনস্টাগ্রামে যুক্ত হবে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট এনগ্যাজেডটস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

ব্যবহারকারীর নিজস্ব গ্যালারির ছবি ছাড়াও প্ল্যাটফর্মটির যেসব ছবি থেকে স্টিকার তৈরি করা যাবে, তা দেখাবে ইনস্টাগ্রাম। মোসোরি এ বিষয়ে আর কোনো তথ্য দেননি। এই ফিচার পরীক্ষা–নিরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

এবছর এআইভিত্তিক স্টিকার তৈরির সুবিধা আনে মেটা। কিছু নির্দেশনার মাধ্যমে  পছন্দমতো স্টিকার তৈরি করা যাবে। মেটার লামা ২ ল্যাঙ্গুয়েজ মডেল ও ইমু  ইমেজ জেনারেশন মডেল ব্যবহার করে ফিচারগুলো কাজ করে।

Related posts

নিয়োগ বিজ্ঞপ্তি অ্যাপেক্স ইনভেস্টমেন্টস লিমিটেড

Asma Akter

কতটা ব্যায়াম করলে হার্ট ভালো থাকবে

Asma Akter

ইন্দোনেশিয়ায় চমকপ্রদ অ্যাপ তৈরি খাদ্যের অপচয় এড়াতে

Rubaiya Tasnim

Leave a Comment