ইসলাম ধর্ম

নবিজি (সা.) বিপদে যে দোয়ায় সাহায্য চেয়েছিলেন

আল্লাহ তাআলা হিজরতের চরম বিপদের মুহূর্তে নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই দোয়া শিক্ষা দিয়েছিলেন। যেন মক্কা থেকে বের হওয়ার পর থেকে শুরু করে মদিনায় পৌঁছা পর্যন্ত সব বিপদাপদ থেকে নিরাপদে হিজরতের সফর সম্পন্ন হয়।

হজরত ক্বাতাদাহ রাদিয়াল্লাহ আনহু জানতেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুঝতে পেরেছিলেন যে, শত্রুর চক্রান্তের বেড়াজালে অবস্থান করে রিসালাতের কার্যক্রম পরিচালনা করা অসম্ভব। তাই তিনি মক্কা থেকে হিজরত কালে আল্লাহর কাছে রাষ্ট্রীয় সাহায্য চেয়েছিলেন। আল্লাহ তাআলা তা কোরআনুল কারিমে এভাবে তুলে ধরেছেন-
رَّبِّ اَدۡخِلۡنِیۡ مُدۡخَلَ صِدۡقٍ وَّ اَخۡرِجۡنِیۡ مُخۡرَجَ صِدۡقٍ وَّ اجۡعَلۡ لِّیۡ مِنۡ لَّدُنۡکَ سُلۡطٰنًا نَّصِیۡرًا
উচ্চারণ : রাব্বি আদখিলনি মুদখালা ছিদক্বিও ওয়া আখরিঝনি মুখরাঝা ছিদক্বিও ওয়াঝআললি মিল্লাদুনকা সুলত্বানান নাছিরা।
অর্থ : ‘হে আমাদের প্রভু! আমাকে দাখিল করুন সত্যরূপে, বের করুন সত্যরূপে এবং দান করুন আমাকে নিজের কাছ থেকে রাষ্ট্রীয় সাহায্য।’ (সুরা বনি ইসরাইল : আয়াত ৮০)
সুতরাং মুসলিম উম্মাহর উচিত, সকল প্রকার সাহায্য-ই আল্লাহ তাআলার কাছে চাওয়া। হোক ব্যক্তিগত, পারিবারিক কিংবা রাষ্ট্রীয় সাহায্য।

আল্লাহ তাআলা সবাইকে তাঁর মদদ কামনা করার তাওফিক দান করুন। আমিন।

 

Related posts

নবিজি বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ পড়েছেন

Asma Akter

রমজানে জাহান্নামের দরজাসমূহ বন্ধ থাকে?

Asma Akter

বনি ইসরাইল বা ইহুদিরা আল্লাহর প্রেরিত নবিদের অন্যায়ভাবে হত্যা করেছিল।

Asma Akter

Leave a Comment