আন্তর্জাতিকবিনোদনসর্বশেষ

প্রথমবার ট্রান্সজেন্ডার নারী হলেন ‘মিস পর্তুগাল’

প্রথমবারের মতো মিস ইউনিভার্স পর্তুগাল খেতাব জিতলেন ট্রান্সজেন্ডার এক নারী। তিনি এল সালভাদরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার বৈশ্বিক পর্বে পর্তুগালের প্রতিনিধি হিসেবে অংশ নেবেন।

ট্রান্সজেন্ডার ওই নারীর নাম মারিনা মাশেটি। গত বৃহস্পতিবার পর্তুগালের দক্ষিণাঞ্চলীয় ইভোরার বোরবাতে মিস ইউনিভার্স পর্তুগালের চূড়ান্ত পর্বে প্রথম হন তিনি। ২৮ বছর বয়সী মারিনা পেশায় বিমানবালা।

এল সালভাদরে মিস ইউনিভার্স প্রতিযোগিতার বৈশ্বিক পর্বে আরেক ট্রান্সজেন্ডার নারীও অংশ নেবেন। তিনি নেদারল্যান্ডসের রিকি কোলে (২২)। গত জুলাই মাসে তিনি মিস নেদারল্যান্ডস নির্বাচিত হয়েছেন।

মিস পর্তুগাল খেতাব জেতার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে মারিনা লিখেছিলেন, ‘প্রথম ট্রান্সজেন্ডার নারী হিসেবে “মিস ইউনিভার্স পর্তুগাল”খেতাবটি অর্জন করতে পারলে গর্ব বোধ করব। অনেক বছর আমি এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাইনি। আজ এ প্রতিযোগিতার ফাইনালে অসাধারণ প্রতিযোগীদের সঙ্গে অংশ নিতে পেরে গর্ব বোধ করছি।’

এর আগে ২০১৮ সালে প্রথমবারের মতো ট্রান্সজেন্ডার নারী হিসেবে মিস ইউনির্ভাসে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন স্পেনের অ্যাঞ্জেলা পোন্সে।

Related posts

টিভিতে দেখুন আজকের খেলা, ১২ মার্চ ২০২৪

Asma Akter

সবার সন্তান যেন আমার মতো হয়: জায়েদ খান

Mehedi Hasan

বিপদে পড়লে সবার আগে শাহরুখই এগিয়ে আসবে : দীপিকা

Rubaiya Tasnim

Leave a Comment