খেলা

নতুন অধিনায়ক বেছে নিতে জরুরি সভা, সিদ্ধান্ত আসতে পারে মঙ্গলবার

নতুন অধিনায়ক বেছে নিতে জরুরি বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর দুইটায় বিসিবি কার্যালয়ে আয়োজিত সভায় বিশ্বকাপ অধিনায়কের নাম চূড়ান্ত হয়ে যেতে পারে।

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এরপরই শুরু হয় সংকট।  যদিও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তামিম নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন। ৩১ জুলাই চিকিৎসা নিয়ে লন্ডন থেকে দেশে ফেরেছেন তিনি।

বিসিবি সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বৈঠকও করেন ৩ আগস্ট। বৈঠক শেষে সাধারণ ক্রিকেটার হিসেবে খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তামিমের এমন ঘোষণার পর এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো আসরকে সামনে রেখে নতুন অধিনায়ক বেছে নিতেই হচ্ছে।

বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনও জানান, সাকিব তো অবশ্যই এগিয়ে থাকবে এখানে। সাকিবের অধিনায়কত্বের অভিজ্ঞতা অনেক বেশি। তারপরও আমি লিটনকেও ছোট করতে চাই না। লিটন অতীতে খুবই ভালো কাজ করেছে (অধিনায়ক হিসেবে)। আমি মনে করি যে দলে সাকিব আছে, সে দলে এখন সাকিবকে দেওয়াটাই ঠিক।

সাকিব ছাড়া অধিনায়ক হিসেবে আরও কয়েকজনের নাম আলোচনাতে আছে।

Related posts

এবার মালির কাছেও হারল আর্জেন্টিনা

Samar Khan

ঢাকা আসছেন মার্টিনেজ!

Rishita Rupa

ইরানের পথে বাংলাদেশ অ্যাথলেটিক্স দল

Megh Bristy

Leave a Comment