সর্বশেষ

ভর্তির আবেদন শুরু গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে

ভর্তি কার্যক্রম
মঙ্গলবার বিকেল ৪টা থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে বিভাগ পছন্দক্রম দেয়াসহ ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। শিক্ষার্থীদের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ভর্তির আবেদন অনলাইনে সম্পন্ন করতে হবে।

গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ও বিভাগ পছন্দক্রম শুরু হয়েছে। চলবে ২৭ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

এবারে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আবেদন ফি ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার বিকেল ৪টা থেকে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের জন্য বিভাগ পছন্দক্রম দেয়াসহ আবেদন গ্রহণ শুরু হয়েছে। শিক্ষার্থীদের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ভর্তির  অনলাইনে সম্পন্ন করতে হবে আর্কিটেকচার, চারুকলা, সংগীতের মতো বিশেষায়িত বিষয়গুলোতে আলাদা করে আবেদনের প্রয়োজন নেই। বিভাগ পছন্দক্রমে বিষয়গুলো অন্তর্ভুক্ত করলেই আবেদন সম্পন্ন হবে।

এবার ভর্তি কার্যক্রম তিন ধাপেই শেষ করার পরিকল্পনা রয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির।

ভর্তি প্রক্রিয়ার রোড ম্যাপ অনুযায়ী, প্রথম ধাপে ২০ থেকে ২৪ জুলাই, দ্বিতীয় ধাপে ২৮ থেকে ৩০ জুলাই এবং তৃতীয় ধাপে ৩ থেকে ৫ আগষ্ট ভর্তি করা হবে। পরবর্তীতে ১০ আগষ্ট থেকে নতুন শিক্ষাবর্ষে পাঠদান শুরু হবে।

Related posts

যে গ্রহে বালু বৃষ্টি হয়

Rubaiya Tasnim

যেভাবে টেলিগ্রাম থেকে টাকা আয় করবেন

Megh Bristy

হিট স্ট্রোক যখন তখন হতে পারে, এই গরমে, জানুন তার লক্ষণ

Asma Akter

Leave a Comment